পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। সাবা নিদেল ওবায়েদ নামের ওই তরুণের বয়স ২০ বছর। গত শুক্রবার ইসরাইলের কারাগারে অনশনরত দেড় হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির দাবিতে এক বিক্ষোভের ঘটনায় ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। অনশনরত বন্দিদের মুক্তির দাবিতে পশ্চিম তীরের রামালা’র উত্তরে নিজ গ্রাম নাবি সালেহ সংলগ্ন এলাকায় বিক্ষোভকালে ওবায়েদ-এর পেটে গুলি করে ইসরায়েলি বাহিনী। পরে স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট বাসেম আল তামিমি। আল জাজিরা’কে তিনি জানান, শুক্রবার সাবা নিদেল ওবায়েদ-এর জানাজায় কয়েক হাজার মানুষের জমায়েত হবে বলে তিনি আশাবাদী। বাসেম আল তামিমি বলেন, আমরা শহীদ ওবায়েদ-এর দাফনে অংশ নিতে যাচ্ছি। আশা করি সেখানে হাজারো মানুষ সমবেত হবেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।