মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লায় বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের প্রস্তুতি গ্রহণের ব্যাপারে তারা এ বৈঠক করেন। শুক্রবার ইসরাইলি কর্মকর্তা একথা জানিয়েছেন। গাঞ্জের দফতরের এক বিবৃতিতে বলা হয়, মুসলমানদের তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা পালন উপলক্ষে বৃহস্পতিবার রাতে তারা বিরল এ বৈঠক করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরাইল সফরের প্রাক্কালে নিরাপত্তা ও বেসামরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। ইসরাইলে এ দুই কর্মকর্তার বৈঠক অনুষ্ঠানের ছয় মাস পর তারা এ বৈঠক করলেন। গাঞ্জের দফতর জানায়, বৈঠকে ইতিবাচক আলোচনা করা হয়। সেখানে উভয় পক্ষ আঞ্চলিক বেসামরিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড এড়াতে নিরাপত্তা সমন্বয় অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হন। এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, আব্বাস ‘ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে রাজনৈতিক দিকবলয় সৃষ্টির ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের সফরের আগে এ অঞ্চলে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।’ এরআগে গত ডিসেম্বরে ইসরাইলে আব্বাস ও গাঞ্জ বৈঠক করেছিলেন। আর তা নিয়ে ইসরাইলের রাজনৈতিক অঙ্গণে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সাবেক সেনাপ্রধান গাঞ্জ মধ্যমপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট দলের প্রধান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য সফরের এক সপ্তাহেরও কম সময় আগে রামাল্লায় তাদের নতুন বৈঠকটি হলো। আগামী ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বাইডেনের ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীর সফর এবং সেখান থেকে সৌদি আরবে যাওয়ার আগে তার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাত করার কথা রয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।