Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাঁদছে ২ শিশু, মা-বাবাকে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ফিলিস্তিনি এক দম্পতিকে ধরে নিয়ে গেছে পুলিশ। আর গাড়ির ভেতর ক্রমাগত কেঁদেই চলেছে দুই শিশু। স¤প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই শিশুদের বাবা-মা অনুমতি ছাড়া জেরুজালেমে প্রবেশ করেছেন এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পর শিশু দুটি গাড়ির মধ্যে অনেকটা সময় ধরে একাই ছিল। তুরস্কের প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই শিশুর মধ্যে এক নবজাতকও ছিল। গাড়ির ভেতরে ওই শিশুদের একা ফেলে রেখে তাদের বাবা-মাকে ধরে নিয়ে যায় ইসরাইলি পুলিশ। ভিডিওতে দেখা গেছে, শিশু দুটি কেঁদেই চলেছে। এক ব্যক্তি ওই ঘটনা ভিডিও করেন। তাকে বলতে শোনা গেছে, আল্লাহ সাক্ষী। এরপরেই তিনি গাড়ির দরজা খোলেন।এদিকে ইসরাইলি পুলিশের এই অমানবিক আচরণের ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এক ব্যবহারকারী জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে ট্যাগ করে লিখেছেন, আফগানিস্তান এবং মুসলিম বিশ্বে মানবাধিকার ও নারী অধিকার রক্ষায় সো”চার সংস্থাগুলোর উদ্যোগ আমরা দেখতে চাই। অপর একজন লিখেছেন, ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে খেলতে চাচ্ছে না ইসরাইল। দারুণ একটা ব্যাপার! টিআরটি ওয়ার্ল্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ