Inqilab Logo

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬ আশ্বিন ১৪৩০, ০৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ২ ফিলিস্তিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০২ এএম

ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলে হামলা চালানো এক ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করতে গেলে আশেপাশের ফিলিস্তিনি বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ইসরাইলি বাহিনীর উপরে পাথর এবং ফায়ারবোম্ব ছুঁড়তে শুরু করলে পাল্টা গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে ঘটনাস্থলে একজন ফিলিস্তিনি নিহত হন এবং অপরজন হাসপাতালে মারা যান। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে জানানো হয়, গত ২৯শে মার্চ ইসরাইলে বন্দুক হামলা চালায় দিয়া হামার্শা নামের এক ফিলিস্তিনি। তিনি অন্তত ৫ ইসরাইলিকে গুলি করে হত্যা করেছেন। সেই হামার্শার বাড়ি ফিলিস্তিনের জেনিনের কাছে ইয়াবাদ এলাকায়। বুধবার সেই বাড়িটি গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। সেসময় আসেপাশের ফিলিস্তিনিরাক্ষুব্ধ হয়ে ইসরাইলি সেনাদের উপরে হামলা চালায়। এরপর ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে একজনের মৃত্যুর কথা জানালেও বৃহস্পতিবার সকালে আরেকজনের মৃত্যুর কথা জানায়। বিলাল কাভা নামের এক ফিলিস্তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মে মাসে ইসরাইলের হাইকোর্টে আপিল করে হামার্শার পরিবার। তবে হাইকোর্ট ওই আপিল খারিজ করে দেয়। ফলে হামার্শা যেই বাড়িতে থাকতো তা ভাঙতে আর কোনো বাধা থাকে না। যদিও বাড়িটির শুধু দ্বিতীয় তলা ভাঙ্গা হয়েছে কারণ নিচ তালায় হামার্শা থাকতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। জেরুজালেম পোস্ট। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ২ ফিলিস্তিনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ