Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ গবেষণাগারে ইসরাইলি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সিরিয়ায় অবস্থানরত রুশ বাহিনী জানিয়েছে, তাদের একটি গবেষণাগারে হামলা চালিয়েছে ইসরাইল। মাসিয়াফ শহরের ওই গবেষণাগারে ইসরাইলের চারটি বিমান মোট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৬টি গাইডেড বোমাবর্ষণ করে বলে দাবি করেছে রুশ বাহিনী। শুক্রবার রুশ সংস্থাগুলো এই হামলার খবর প্রকাশ করে। রাশিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস এবং আরআইএ জানিয়েছে, রাশিয়ার তৈরি করা এন্টি-এয়ারক্রাফট অস্ত্র ব্যবহার করে সিরীয় বাহিনী দুইটি ক্ষেপণাস্ত্র এবং সাতটি গাইডেড বোমা ভূপাতিত করে। তিনি জানান, এই হামলায় গবেষণাগারটির সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সাল থেকে সিরিয়ায় অবস্থান করছে রুশ বাহিনী। গৃহযুদ্ধ কবলিত দেশটিতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে সহায়তা দিতে ওই সময়ে সিরিয়ায় সেনা পাঠায় রাশিয়া। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ গবেষণাগারে ইসরাইলি হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ