বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাঠালিয়া উপজেরা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আলহাজ কে এইচ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মোসা. লামিয়া আক্তারকে যৌন হয়রানীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম মোবাইল কোর্ট পরিচালনাকালে শনিবার বিকেলে দক্ষিণ কৈখালী গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে মো. আশপাক (১৭), মো. আবুল কালামের ছেলে মো. হাসান (১৪) ও মো. জলিল মুন্সির ছেলে মো. খালিদ (১৬) আটক করে।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম যৌন হয়রানীর অভিযোগ প্রমাণ হওয়ায় আশপাককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দেড় মাসের জেল এবং হাসান ও খালিদকে আট হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাস করে জেল প্রদান করেন। এছাড়াও অভিযুক্ত আশপাক, হাসান ও খালিদ মোবাইল কোর্টের নিকট স্টাম্পে মুসলিকা দেয়। মোসাঃ লামিয়া আক্তার দক্ষিণ কৈখালী গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।