Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভক্তদের জন্য আইপিএলে আরো ভাল খেলার অঙ্গীকার

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইপিএলে নিজের অভিষেক আসরে ছড়িয়েছেন দ্যুতি মুস্তাফিজুর রহমান। ১৭ উইকেট পেয়ে সানারাইজার্স হায়দারাবাদের প্রথম আইপিএল ট্রফি জয়ে রেখেছেন অবদান, পেয়েছেন আইপিএলের গত আসরে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। আইপিএলের চলমান আসরে সানরাইজার্স হায়দারাবাদ সমর্থকদের হৃদয় জয় করতে গতকাল ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি কাটার মাস্টার। সানারাইজার্সের প্রথম ২ ম্যাচ খেলতে পারেননি দলের সঙ্গে যোগ দিতে না পারায়। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেও খেলার সম্ভাবনা কম হলেও কোচ টম মুপি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় কাটার মাস্টারের। দলে আফগান লেগ স্পিনার রশিদ খান প্রথম ২ ম্যাচে ৬ উইকেট শিকারের পরও টিম কম্বিনেশন ভেঙ্গে মুস্তাফিজুরের খেলালেও অবাক হওয়ার কিছু থাকবেনা। তবে দল যা ভাবে ভাবুক, গত আসরের আইপিএর হিরো এই আসরে আরো ভালো খেলে ভক্তদের মন জয় করতে চান। গতকাল ঢাকা ছেড়ে যাওয়ার প্রাক্কালে সে অঙ্গীকারই করেছেন ব্যক্তÑ‘গতবার যেমন করেছিলাম, তার চেয়েও ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল করতে পারি। প্রথমবার সবই ছিল অচেনা। এবার তো প্লেয়ার, ড্রেসিংরুম, মাঠ-সবই চেনা। এবার আরও সহজ হবে আইপিএল খেলা। দেশের মানুষ আমার খেলা দেখার জন্য বসে থাকে, তাই এবার আরো ভালো খেলতে চাইব। দলে জায়গা পেলে নিজের সেরাটা দিতে চাই।’
গতবার ভাষাগত সমস্যাও পারফরমেন্সে প্রতিবন্ধকতার দেয়াল তৈরি করেনি। এবার ভাষাগত সমস্যায় পড়তে হবে না বলে জানিয়েছেন মুস্তাফিজÑ‘এবার ভাষাগত সমস্যায় পড়তে হবে না। ইংরেজিও টুক টাক শিখেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভক্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ