Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমবার রাতে আখেরী মোনাজাত,বিভিন্ন অঞ্চল থেকে ভক্তদের আগমন

দরবারে বেতাগীতে ৩দিনের এতেকাফ শুরু

রাউজান(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৩ পিএম

চট্টগ্রামের দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালা সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) এর ১১২ তম মহান( ৮ ছফর) ওরশ শরীফ আগামী ৫ সেপ্টেম্বর সোমবার দরবার এ বেতাগী আস্তানা শরীফে দিবা-রাত্রী অনুষ্টিত হবে।

গতকাল শুক্রবার ২ সেপ্টেম্বর শুক্রবার বাদ এ আসর হতে তিন দিনের এতেকাফ মসজিদে শুরু হয়েছে।আগামি ৮সফর সোমবার মাগরিবের সময় শেষ হবে এতেকাফ।কয়েকশ নারী পুরুষ আলাদা আলাদা ভাবে এ এতেকাফে অংশ গ্রহন করেছেন।প্রতিদিন সেহেরী ও ইফতারের আয়োজন করবেন হুজুরের আওলাদগন।সারারাত চলবে খতমে কোরআন,তাহলিল,যিকির ও দোয়া দরুদ পাঠ।মূল ওরশ শরিফ হবে সোমবার দিন থেকে রাত পর্যন্ত।ঢাকা মুশরিখোলা দরবার সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন ভক্ত অনুরক্তরা।
ঐদরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ(মা.জি.আ)সোমবার অনুষ্টিতব্য ওরশ শরিফে সকলের উপস্থিতি কামনা করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভক্তদের আগমন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ