Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে ৯০০ কিলোমিটার হাঁটল ভক্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের ভক্ত পর্বত তার প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য পায়ে হেঁটে দ্বারকা থেকে মুম্বাই পর্যন্ত ৯০০ কিলোমিটার পথ পারি দিয়েছেন। অক্ষয় তার সঙ্গে দেখা করার ভিডিওটি টুইটারে প্রকাশ করেছেন। অভিনেতা টুইট করেছেন : “আজ প্রভাতের সঙ্গে দেখা করলাম, সে দ্বারকা থেকে ৯০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছে। রবিবারে যাতে আমার সঙ্গে দেখা হয় সেজন্য সে ১৮ দিনে এই দীর্ঘ পথ পারি দেবার পরিকল্পনা করে। লক্ষ্যে পৌঁছবার জন্য আমাদের তরুণদের মধ্যে এমন পরিকল্পনা আর দৃঢ়সংকল্প থাকলে, আমাদের কেই রুখতে পারবে না!” ভিডিওতে প্রভাত বলেছেন তিনি গুজরাটের দ্বারকা থেকে ৯০০ কিলোমিটার হেঁটে প্রমাণ করতে চেয়েছেন তিনি তার আদর্শ অক্ষয়ের মতই শারীরিকভাবে সক্ষম। তিনি আরও জানান ঠিক রবিবার যাতে অক্ষয়ের সঙ্গে দেখা করতে পারে সে জন্য তিনি রাতেও হেঁটেছেন। একই ভিডিওতে অক্ষয় বিপজ্জনক বলে ভবিষ্যতে এমন কাজ থেকে প্রভাতকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন। প্রভাতের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে অক্ষয় টুইট করেছেন : “আমি আপনাদের ভালবাসার জন্য কৃতজ্ঞ, তবে আপনাদের সময়, শক্তি আর সম্পদ জীবনকে উন্নততর করায় ব্যয় করলে আমি সবচেয়ে খুশি হব। প্রভাতের জন্য শুভেচ্ছা।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভক্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ