মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপালে করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় বিভক্তি রেখা (লাইন অব সেপারেশন) টানবে চীন। যাতে নেপালের দিক থেকে ভারেস্টে ওঠা পর্বতারোহীদের থেকে চীনের তিব্বতের দিক দিয়ে এভারেস্টে ওঠা পর্বতারোহীদের আলাদা রাখা যায়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া রোববার এ খবর জানিয়েছে। তবে কীভাবে এ লাইন টানা হবে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। তিব্বতের স্পোর্টস ব্যুরো প্রধানের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, তিব্বতে শেরপাদের একটি ছোট দল এভারেস্টে আরোহণ করে চূড়ায় ‘লাইন অব সেপারেশন’ টানবেন। যাতে সেখানে উভয় দিক থেকে ওঠা পর্বতারোহীরা পরস্পরের সংস্পর্শে আসতে না পারেন। কীভাবে ‘সেপারেশন লাইন’ টানা হচ্ছে তা পর্যবেক্ষণ করতে ২১ জন চীনা তিব্বতের অংশ দিয়ে চ‚ড়ায় যাওয়ার পথে রয়েছেন। তাদের পৌঁছানোর আগেই শেরপারা রেখা টানার কাজ শেষ করবেন বলে জানিয়েছে সিনহুয়া। নেপালের অংশে এভারেস্টের বেজ ক্যাম্পে এপ্রিলের শেষ দিক থেকে একের পর এক পর্বতারোহী কোভিড-১৯ ‘পজিটিভ’ হচ্ছেন। প্রতিবেশী দেশ ভারতের মতো নেপাল জুড়েও এ রোগের বিস্তার অনেক বেড়ে গেছে। নেপালের রাজস্ব আয়ের একটি বড় উৎস বিদেশ থেকে আসা পর্বতারোহীরা। করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর এভারেস্ট আরোহণ বলতে গেলে বন্ধই ছিল। এবছর এপ্রিলে পর্বতারোহণের মৌসুমে নানা শর্ত সাপেক্ষে নেপাল সরকার বিদেশি পর্বতারোহীদের নেপালে যাওয়ার অনুমিত দেয়। ওদিকে, গত বছর করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে চীন বিদেশি পর্বতারোহীদের তিব্বতের অংশ দিয়ে এভারেস্ট আরোহণের অনুমতি দিচ্ছে না। চীনের শেরপারা এবার চূড়ায় বিভক্তি রেখা টানার পর তা তারাই কার্যকর করবেন নাকি রেখাটি সুরক্ষিত রাখতে তারা ওই মৃত্যুকূপে রয়ে যাবেন তা পরিষ্কার জানা যায়নি। এভারেস্টের চূড়ায় অক্সিজেন না থাকায় ওই অঞ্চলকে ‘ডেথ জোন’ বলা হয়। অক্সিজেনের অভাবে সেখানে অনেক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এছাড়া ৮ হাজার ৮৮৪ মিটার উচ্চতার এভারেস্টের বরফ ঢাকা চূড়া এতটাই সংকীর্ণ যে সেখানে একবারে বড়জোর ছয়জন অবস্থান করতে পারেন। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।