প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তীব্র শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেলে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন কিংবদন্তী অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার এটিএম শামসুজ্জামান। জনপ্রিয় এই অভিনেতার অসুস্থার খবরে উদ্ভিগ্ন হয়ে পরেন তাঁর সহ-অভিনেতা, অভিনেত্রী ও ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের এই প্রিয় মানুষটির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এটিএম শামসুজ্জামানের ছবি শেয়ার করে তার ফেইসবুকে লিখেন, ‘আজগর আলী হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন শিল্পী সমিতির সন্মানিত আজীবন সদস্য ও খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। তাঁর জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।’
জনপ্রিয় অভিনেত্রী শাবনাম পারবিন লিখেন, ‘আল্লাহ তায়ালা আপনি উনাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন।’
জাকির হোসাইন লিখেন, ‘শ্রদ্ধেয় এটিএম ভাই আপনার সুস্থতা কামনা করছি। আপনার মতো প্রগতিশীল, ধর্মভীরু, সুশিক্ষিত, সম্ভ্রান্ত ও রাজনৈতিক সচেতন মানুষ দ্বিতীয়টি দেখি নি। আল্লাহ তা`আলা আপনাকে সুস্থ করবেন, ইনশা আল্লাহ।’
রাহাত ইসলাম লিখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র তিনি। তিনি শুধু অভিনেতা নয়, সবার আবেগ। তার মতো গুনি শক্তিশালী অভিনেতা আমাদের দেশে খুঁজে পাওয়া বিরল। দোয়া করি সুস্থ হয়ে উঠেন।’
অমিত মিছরা লিখেন, ‘ঈশ্বর সহায় হোক। আশা করি, তিনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসবেন।’
সুস্থতা কামনা করে ইমরান আহমেদ ইমু লিখেন, ‘এই খ্যাতিমান অভিনেতার জন্য দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ উনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করবেন, ইনশা আল্লাহ।
জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর এ টি এম শামসুজ্জামানের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে এ অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেতার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না, সেটা জানতে তাঁর শরীরের প্রায় সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।