Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনস্টাগ্রামে পূর্ণিমার ৩০ লাখ ভক্ত!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সারাবিশ্বের শোবিজ তারকারা ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহার করেন। এখানে তাদের ছবি পোস্ট করা থেকে কাজের আপডেট ভক্তদের সাথে শেয়ার করেন তারা। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের কারণে এই মাধ্যমটিতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেশের অনেক তারকাই ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। এর মধ্যে রয়েছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। ইনস্টাগ্রামে তিনি বেশ সরব। ২০১৫ সাল থেকে এই মাধ্যমটিতে তার অ্যাকাউন্ট রয়েছে। যদিও প্রথম ছবি পোস্ট করেন ২০১৮ সালে। গত চার বছরে তিনি ইনস্টাগ্রামে ২৮৮টি পোস্ট দিয়েছেন। ইতোমধ্যে তার অনুসারী সংখ্যা তিন মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ পূর্ণ হয়েছে। এ কারণে ফেসবুক ও ইনস্টাগ্রামে পূর্ণিমা ব্যানার শেয়ার করে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন। সম্প্রতি পূর্ণিমা তৃতীয় বিয়ে করেছেন। তার বিয়ের বিষয়টিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন। এতে তার ভক্তের সংখ্যাও বেড়ে যায়। এদিকে, বিয়ের পর পূর্ণিমা ছটকু আহমেদের নির্মাণাধীন ‘আহারে জীবন’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনস্টাগ্রামে পূর্ণিমার ৩০ লাখ ভক্ত!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ