গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : এক সেনা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় সিলেটে ৪ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছ পুলিশ। লাঞ্ছিতের অভিযোগে জালালাবাদ সেনানিবাসে কর্মরত মেজর আব্দুল আজিজ গত শনিবার কোতোয়ালি থানায় সাত ছাত্রলীগ নেতার বিরুদ্বে এ মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে নগরীর বিভিন্ন স্থান থেকে মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাবেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের অনুসারী বলে জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নগরীর মীরের ময়দান এলাকার পড়শি ১১৯ নম্বর বাসা থেকে প্রাইভেট কারযোগে বের হন মেজর আব্দুল আজিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।