রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, ডহরপাড়া গ্রামের সংখ্যালঘু পরিবার দুখিরাম বল্লভদের বাড়ীর জায়গা নিয়ে একই গ্রামের মতি হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় সালিশরা জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দিলেও সালিশের সিদ্ধান্ত অমান্য করে মতি হাওলাদারের লোকজন প্রতিপক্ষের বাড়ীর ভিতরের গাছপালা কেটে উপড়ে ফেলে এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ইয়াছিন হাওলাদারের ছেলে মতি হাওলাদার, ছেলে হুমায়ুন হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে দুখিরাম বল্লভের ছেলে দুলাল বল্লভকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের সহযোগিতায় আহতকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের ভাই অখিল বল্লভ বলেন মতি হাওলাদারের লোকজন প্রতিনিয়ত আমাদের গাছ-পালা কেটে ক্ষতিসাধনসহ বিভিন্ন ধরনের হয়রানী করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করায় আমার ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এখন বিচারের জন্য আদলতের শরণাপন্ন হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।