Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদগঞ্জের ১২ জন আনসার সদস্যের মানবিক আবেদন

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদগঞ্জে ইউপি নির্বাচনের একটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ১২ জন আনসার সদস্য গত সাত বছরেও তাদের প্রাপ্ত ভাতা পাননি। দীর্ঘদিন সরকারি ভাতা থেকে বঞ্চিত এই আনসার সদস্যরা গতকাল বুধবার দুপুরে জেলা আনসার এডজুট্যান্টের কাছে একটি মানবিক আবেদন জানিয়েছেন।
এতে আনসার সদস্যদের পক্ষে প্লাটুন কমান্ডার তোতা মিয়া তার আবেদনে জানান, বিগত ২০১০ সালের ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনিসহ ১২ জন আনসার সদস্য ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর দক্ষিণ ইউনিয়নের উত্তর চর বড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি উপ-নির্বাচনে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন শেষে তাদের মাথাপিছু ১৫ শ’ টাকা হারে সরকারি ভাতা প্রদানের নিয়ম থাকলেও গত সাত বছরে তার পরিশোধ করেনি উপজেলা আনসার কমান্ডারের কার্যালয়। এই নিয়ে একাধিকবার আলাপ আলোচনা করেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে তারা জেলা আনসার এডজুট্যান্টের কাছে আবেদন করতে বাধ্য হন।
তোতা মিয়া তাতে আরো উল্লেখ করেন, আমরা অসহায় ও দরিদ্র আমাদের এই সামান্য প্রাপ্ত সম্মানী আমাদের পরিবার ও সদস্যদের কাছে অনেক কিছু। আমরা এই প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ায় এটি এখন আমাদের মানবিক আবেদন।
এই বিষয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসার এনায়েত উল্যা জানান, দীর্ঘদিনে বিষয় হওয়ায় তা এখন তাদের পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া পূর্ববর্তী অফিসার কি কারণে তাদের এই প্রাপ্তির বিষয়ে ব্যবস্থা নেয়নি তা আমার বোধগম্য নয়। তবে আমি চেষ্টা করব কিভাবে তারা তাদের এই সম্মানী পায় তার বিষয়ে সহযোগিতা করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ