Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাজা গরীবে নেওয়াজ (রহ.) এর জীবন ও অবদানের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার গাউসিয়া কমিটির সভাপতি হাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আহলুস সুন্নাত ওয়াল জামায়াত ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা খোরশেদ আলেমের উপস্থাপনায় গত শনিবার বিকেলে খাজা গরীব নেওয়াজ (রহ.) ও রিয়াসাতে রামপুরের মহান ওলী হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ খান সাহেব (রহ.) এর জীবন ও অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ড. এ.কে.এম. মাহবুবুর রহমান বলেন, খাজা গরীবে নেওয়াজ (রহ.) এর ঋণ ভারত উপমাহাদেশের মুসলমান কোন দিন পরিশোধ করতে পারবে না। সকল ধর্মের মানুষকে ভালোবাসা ও সেবার মাধ্যমে তার হাতে প্রায় এক কোটি লোক ইসলাম গ্রহণ করে। বর্তমানে প্রয়োজন ঈমান ও আমল রক্ষার্থে খাজা গরীবে নেওয়াজ (রহ.) ও হযরত মোহাম্মদ উল্লাহ খান (রহ.) সহ আউলিয়ার কেরামের পদাঙ্ক অনুসরণ করা। সভায় বক্তব্য রাখেন হাজী আবুল কালাম আজাদ, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আবুল হাসান বায়েজীদ, মাওলানা আবু তৈয়ব। আলোচনা, মিলাদ মাহফিলের পর আল্লাহ আকবর ধ্বনির মাধ্যমে সাহসী মুসকান খানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল ড. এ.কে.এম. মাহবুবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ