Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজী গ্রুপে সাকিব

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইপিএলে এবারো কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে একই সময়ে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুরুতে সাকিবকে যাবে না পাওয়া। তাই সাকিবকে দলে রেখে দেয়ার চেস্টা করেনি আবাহনী। শুধু আইপিএলই নয়, মে-জুনে আয়ারল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে বলে প্রিমিয়ার ডিভিশনে সাকিবের সার্ভিস পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তারপরও গাজী গ্রুপ নাসির,মুমিনুলের পর পুলের তৃতীয় ক্রিকেটারের কোটা পূরনে সাকিবকে ভেড়াচ্ছে দলে। বন্ধু তামীম আবাহনী ছেড়ে যোগ দিয়েছেন মোহামেডানে,শ্রীলংকা থেকে এ খবর বাতাসে ভেসে আসার পর সাকিবও শ্রীলংকা সফরকালে দিয়েছেন গাজী গ্রুপকে কথা। প্রিমিয়ার ডিভিশনের সুপার লীগে সাকিবের খেলার সম্ভাবনা আছে বলেই তার দিকে হাত বাড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটি। ম্যাচ প্রতি সাড়ে ৫ লাখ টাকায় সাকিবের সঙ্গে চুক্তিটা হতে যাচ্ছে গাজী গ্রুপের বিশ্বস্ত সূত্র জানিয়েছে তা। সাকিবকে পেয়ে শক্তিটা অনেক বেড়ে গেল গাজী গ্রুপের। মুমিনুল, নাসির , সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনিদের পাশে সাকিব সেরা দলেই এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে গাজী গ্রুপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ