Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলায় ডাবিংকৃত তুরস্কের সিরিজ কুরুলুস: উসমান গাজী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

এনটিভিতে আজ রাত ৯ টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ ‘কুরুলুস: উসমান গাজী’। সিরিজটি বুধ, বৃহস্পতি, শুক্র, শনির ও রবিবার প্রচার হচ্ছে। পুন:প্রচার হয় পরের দিন সন্ধ্যা ৬.১৫ মিনিটে। ‘আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মোঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্র প্রধান সুলেমান শাহ’র পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানী সাম্রাজ্যের। আর তারই সুপুত্র ওসমান তাঁর বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গরূপ দেবার উদ্যোগ নেন এবং তিল তিল করে তিনি কীভাবে ন্যায় বিচারের উসমানী সাম্রাজ্য গড়ে তোলেন তাই নিয়েই অসামান্য ধারাবাহিকের গল্প। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, কৃতঘ্নতা, সাহসিকতা এবং আত্মত্যাগের এক অসাধারন গল্প কুরুলুস: ওসমান গাজী। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শক নন্দিত এই সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলায় ডাবিংকৃত তুরস্কের সিরিজ কুরুলুস: উসমান গাজী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ