Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনো গান লেখার সময় প্রথম দিনের মতোই অনুভূতি হয় -গাজী মাজহারুল আনোয়ার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত সঙ্গীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার এখনও নিয়মিত গান লিখে যাচ্ছেন। অডিও এবং সিনেমার জন্য অবিরত গান লিখছেন। কেউ গান চাইলে তিনি তা লিখে দেন। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘এক জীবনে অসংখ্য গান লিখেছি। বহু গান জনপ্রিয় হয়েছে। এখনো গান লিখে যাচ্ছি। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, এখনো অনেকেই আসছেন গান লেখার অনুরোধ নিয়ে। না করি না। কেউ কেউ সিনেমার গল্প অনুযায়ী কি ধরনের গান হবে তা ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন, কেউ পারেন না। সিনেমার গানের জন্য প্লট অনুযায়ী গান লেখা বড় কাজ। তখন লিখতে সুবিধা হয়। অন্যদিকে, যারা নিজেদের জন্য মৌলিক গান নিতে আসেন, তাদের বিষয়টা আলাদা। এ প্রজন্মের অনেকেই আমার লেখা গান গেয়েছে। সিনেমাতেও গেয়েছে অনেকে। আমি এখনো গান লিখতে যখন বসি সেই প্রথমদিনের মতোই আমার অনুভূতি হয়। তিনি বলেন, এক জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আমার লক্ষ্য থাকে একটাই, গান যেন শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এটাই অনেক বড় প্রাপ্তি। পুরস্কারতো কাজের একটা স্বীকৃতি, অবশ্যই তা পেতে ভালো লাগে। আর রাষ্ট্রীয় স্বীকৃতি অনেক সম্মানের, গর্বের। আমি আমার সন্তানদের জন্যও গর্বিত। তারা মানুষের মতো মানুষ হয়েছে, এটাও এক জীবনের অনেক বড় প্রাপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এখনো গান লেখার সময় প্রথম দিনের মতোই অনুভূতি হয় -গাজী মাজহারুল আনোয়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ