বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : ভোলায় মুছা (৫৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। তার বাড়ি সদর উপজেলার চরনোয়বাদ চৌমুহনী এলাকায়। সে দীর্ঘদিন কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। গত রোববার গভীর রাতে কাঁচাবাজারের সমিতির কার্যালয়ে ঢুকে তাকে হত্যা করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। এদিকে এ ঘটনায় বিকেল থেকে কাঁচাবাজার বন্ধ রেখেছে সমিতির নেতৃবৃন্দ। ব্যবসায়ী হত্যাকান্ডের বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী মুছা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সমিতির টাকা তুলে কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বসে হিসাব করছিলেন। এ সময় দুর্বৃত্তরা কাঁচাবাজারের পদ্মা মার্কেটের দোতলায় সমিতির কার্যালয়ে ঢুকে মুছাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। গত কয়েকদিন ধরে ব্যাংক বন্ধ থাকায় তার কাছে ওই টাকা জমা ছিল। ব্যবসায়ী মুছা হত্যাকান্ডের বিচার দাবিতে কাঁচাবাজার সমিতির নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির গতকাল (সোমবার) দুপুরে জানান, মুছার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ব্যবসায়ী মুছা হত্যাকান্ডের খবর পেয়ে ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন ও পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।