Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোলা সরকারি কলেজে বাস চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দ্বীপ জেলা ভোলার একটি প্রসিদ্ধ বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজ। ১৯৬২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলেজটি ভোলা জেলার প্রাচীনতম এবং দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এটি ভোলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। কলেজটি ভোলার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। এই কলেজ থেকে পড়ে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থান করে নিচ্ছে। এছাড়াও বর্তমানে কলেজটিতে ১৬টি বিষয়ে অনার্স কোর্স, ১৩টি বিষয়ে মাস্টার্স, ৪টি বিষয়ে (প্রিলিমিনারি) মাস্টার্স ও ২টি বিষয়ে প্রাইভেট মাস্টার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ও স্নাতকোত্তরের প্রায় ৬৩২৪ শিক্ষার্থী রয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে, কলেজে একটিও কলেজ বাস নেই। অথচ, এই কলেজে অনেক দূরদূরান্ত থেকে যেমন চরফ্যাশন, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমুদ্দিনের মতো দূরবর্তী স্থান থেকে ছাত্র-ছাত্রীরা প্রতিদিন আসা-যাওয়া করে। অনেক সময় দেখা যায়, পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, এমনকি কখনো কখনো মেয়েরা যৌন হারানির শিকারও হয়ে থাকে, যা মোটেও স্বস্তিদায়ক নয়। কলেজের নিজস্ব বাস থাকলে শিক্ষার্থীদের এ কষ্টের অনেক খানি লাঘব হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব বাস চাই। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


আবদুল হান্নান
শিক্ষার্থী, ভোলা সরকারি কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা সরকারি কলেজে বাস চাই
আরও পড়ুন