Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনার বাংলা গড়তে আমরা মাঠে আছি - এমপি জ্যাকব

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৭:০৪ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা - ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা মাঠে আছি। বিএনপি আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। উন্নয়নের মহা সড়কে এগিয়ে চলা বাংলাদেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করতে আ’লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় ভোলা জেলার চরফ্যাশনে শেখ রাসেল স্টেডিয়ামে মুজিববর্ষে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজি মোঃ সালাউদ্দীন ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিশিষ্ট কন্ঠশিল্পী মমতাজ বেগম ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের বাস্তবায়ন করেছেন। নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটানোর জন্য ক্রীড়া ক্ষেত্রের বর্তমান সরকার অসামান্য অবদান রাখছে। এর আগে ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল ষ্টেডিয়াম আধুনিকায়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ