Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মবিশ্বাসী মিরাজকে দেখে বিস্মিত তামীম

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অন্যদের সঙ্গে নেই মিল। অন্যরা যেখানে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট থেকে সিড়ি বেঁয়ে টেস্ট এ অপরিহার্যতার পরীক্ষা দিচ্ছেন, সেখানে সাদা পোশাকের ক্রিকেটে পারফর্ম করে সীমিত ওভারের ক্রিকেটেও মেলে ধরছেন মেহেদী হাসান মিরাজ নিজেকে। আন্তর্জাতিক ক্রিকেটের শুরু থেকে মিরাজের গায়ে স্টিকার লেগে গেছে টেস্ট ক্রিকেটারের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক ৭ টেস্টে ৩৫ উইকেটে নিজেকে টেস্ট বোলার হিসেবেই ভেবেছেন। ওয়ানডে স্কোয়াডে ৩ অফ স্পিনার আছে বলেই মিরাজকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল। ঢাকায় ফিরে ইমার্জিং কাপের প্রস্তুতিটাও নিতে শুরু করেছিলেন। তবে ওয়ানডে সিরিজের ৪৮ ঘন্টা আগে শ্রীলংকা থেকে তলব করা হয়েছে এই অফ স্পিনারকে। মানসিক প্রস্তুতি নেয়ার আগেই হয়ে গেছে ওয়ানডে অভিষেক। অভিষেকটাও বলার মতো। এক সময় নুতন বলে রাজ এর হাতে বল তুলে দিয়ে নির্ভার থাকতো বাংলাদেশ দল, তরুন মিরাজকে ডাম্বুলায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেই দায়িত্বটাই দেয়া হলো। এবং নুতন বলে প্রথম স্পেলেই দিলেন মিরাজ কাঁপিয়ে শ্রীলংকাকে।
১২৩ নম্বর ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক,অভিষেকেই তার বোলিং ছড়িয়েছে উজ্জ্বাল্য (২/৪৩),এবং অভিষেকেই দেখেছেন দলের জয়। আত্মবিশ্বাসে টুইটম্বুর করা এই ছেলেটির ওয়ানডে অভিষেক দেখে রীতিমতো বিস্মিত তামীম ‘ ওর অভিষেকটা অসাধারণ হয়েছে। মিরাজকে দেখে একবারও মনে হয়নি যে, এই প্রথম সে ওয়ানডেতে খেলছে। আমার কাছে মনে হয়েছে ও খুবই আত্মবিশ্বাসী একটা ছেলে। আমি আশা করি সে অনেক দূর যাবে।’
সাদা পোশাকের পর রঙীন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে মিরাজ নিজেও দারুন খুশি ‘খুব ইচ্ছে ছিল ওয়ানডে খেলার। টেস্ট অভিষেকের পরই ওয়ানডের কথা চিন্তা করেছি। বোর্ড সভাপতি (নাজমুল হাসান) যখন আমাকে বললেন, শ্রীলংকা যেতে হবে, ওয়ানডে খেলতে। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব, এটাই পন করি। টেস্টে অভিষেকে পেয়েছি পাঁচ উইকেট (৬/৮০) নিয়ে। কিন্তু ম্যাচটা আমরা জিতিনি। ওয়ানডে অভিষেকে ২ উইকেট পেলেও দল জিতেছে। ওয়ানডে অভিষেক অনেক ভালো হয়েছে। টেস্ট ও ওয়ানডে, দুই অভিষেকে যা চেয়েছিলাম তাই হয়েছে। এখন এটা ধরে রাখতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে করনীয় কি, ২০ বছর বয়সেই তা জানেন মিরাজ ‘ আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে টিকে থাকতে গেলে দিন দিন উন্নতি করতে হবে। কারণ, প্রতিপক্ষ আমাকে নিয়ে গবেষণা করে। সুতরাং একই জায়গায় থেমে থাকলে হবে না। অনেক কষ্ট করতে হবে।’ মহান স্বাধীনতার মাসে দলকে জিতিয়েছেন শততম টেস্ট,ওয়ানডে অভিষেকেও হাসি ফুটিয়েছেন দেশের মানুষের মুখে । স্বাধীনতার মাসে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশকে দারুন কিছু উপহার দিতে সংকল্পবদ্ধ মিরাজ ‘৩০ লাখ শহীদের আত্মত্যাগে আমরা স্বাধীন হতে পেরেছি। এই প্রজন্ম সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাচ্ছে। তাদের জন্যই আমরা বুক ফুলিয়ে চলতে পারি। দেশের হয়ে খেলতে পারি। তাদের বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের লক্ষ্য থাকবে দেশকে বিশ্বের বুকে তুলে ধরা এবং ইতিবাচক বিষয়গুলো বিশ্বের সামনে তুলে ধরা।’



 

Show all comments
  • মোহাম্মদ হাবীব উল্লাহ্ ২৭ মার্চ, ২০১৭, ১:০৮ পিএম says : 0
    ’আত্মবিশ্বাসী মিরাজকে দেখে বিস্মিত তামীম' ফিচারটি অনেক ভালো লেগেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মবিশ্বাসী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ