Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মবিশ্বাসী মুস্তাফিজ

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত জুলাইয়ে ইংলিশ কাউন্টিতে সাসেক্সে খেলতে যাওয়াটাই বড় ধরনের ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে মুস্তাফিজুরের। দারুন অভিষেকের পর অনুশীলনের সময় কাঁধে চোট পেয়ে ছিটকে পড়েছেন কাউন্টি ক্রিকেট থেকে। কাঁধের সেই চোট এতোটাই গুরুতর ছিল যে, মুস্তাফিজুরের লম্বা ক্যারিয়ারের কথা মাথায় রেখে লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের টেলিস্কোপ সার্জারির মুখোমুখি হতে হয়েছে মুস্তাফিজুরকে। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে মুস্তাফিজুরই হবেন বাংলাদেশ দলের প্রধান বোলিং অস্ত্র,সে কারনেই পূর্নবাসন প্রক্রিয়ায় দ্রæত তাকে সারিয়ে তোলার প্রক্রিয়ায় অগ্রগতির খবর দিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামÑ ‘নিউজিল্যান্ড সফরের কথা মাথায় রেখেই তাকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ছয় সপ্তাহ পর সে ভালো অবস্থানে থাকবে। শুধু বোলিংয়ের দিকেই খেয়াল রাখলে হবে না, অন্য কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা, সেদিকেও নজর রাখতে হবে। তার উন্নতিটা বেশ ভালোই হবে,এ ব্যাপারে আমরা আশাবাদী।’

ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি মুস্তাফিজুর। শুরু করেছেন টেনিস বলে বোলিং। ফেরার লড়াইটা শুরু হয়েছে তার ১ নভেম্বর থেকে। একদিন পর পর মুস্তাফিজকে বোলিং করার নির্দেশনা দেওয়া আছে। ওই নির্দেশনা মেনেই বোলিং করছেন তিনি। রুটিন মেনে গতকাল বোলিং করার কথা ছিল তার, কিন্তু বৃষ্টির কারণে বোলিং করা হয়নি মুস্তাফিজুরের। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্প এবং নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা মুস্তাফিজুর আত্মবিশ্বাসীÑ ‘আজ (গতকাল) ৫ ওভার বোলিং করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে বোলিং করতে পারিনি। এখন আগের চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসছি। আশা করি এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যেতে পারব। তারপরও বিষয়গুলো ফিজিও-ট্রেনার, যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। দু’টি সিরিজ মিস করার পর সুযোগ পেয়েছি, ভালো তো লাগবেই। তবে এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মবিশ্বাসী মুস্তাফিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ