Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মবিশ্বাসী হিলারির নজর এবার রিপাবলিকানদের দুর্গের দিকে

ট্রাম্পের কোণঠাসা অবস্থার বিপরীতে সুবিধাজনক অবস্থায় রয়েছে প্রচারণা শিবির

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কঠোর প্রতিযোগিতামূলক অঙ্গরাজ্যগুলোতে জয়ের ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হিলারি ক্লিনটন এবং তার নির্বাচনী প্রচারণা শিবির। এর পাশাপাশি হিলারির নজর এবার রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত রাজ্যগুলোর দিকেই। তার নির্বাচনী প্রচারণাদল সূত্রে জানা গেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ তিন সপ্তাহে তারা সর্বশক্তি নিয়ে হানা দেবে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত অরিজোনা, উটাহ, জর্জিয়া প্রভৃতি অঙ্গরাজ্যে। কারণ, নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যে ট্রাম্পের জনপ্রিয়তায় এমনিতেই চলছে ভাটার টান। তাছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আরেক দফা বিতর্কের ঝড় তুলেছেন ট্রাম্প। তবে তার রানিং মেট মাইক পেন্সও ভোট কারচুপির ব্যাপারে ট্রাম্পের বক্তব্য সমর্থন করেননি। প্রতিপক্ষের যখন এই বেহাল দশা তখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটন এবং তার নির্বাচনী প্রচারণা শিবির। যুক্তরাষ্ট্রে আগামী ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে প্রচারণায় হিলারি ক্লিনটনের প্রচারণাদল বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। অক্টোবরের শুরুতে ট্রাম্প শিবিরের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ নিয়ে প্রচারে নামতে পেরেছে তারা। যেসব রাজ্যে অবস্থান শক্ত রয়েছে, সেগুলোর পাশাপাশি তাই তারা নজর দিচ্ছে রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত রাজ্যগুলোতেও। চলতি সপ্তাহে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়ায় সর্বশক্তি নিয়ে প্রচারণায় নামছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এছাড়া আরেক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আরিজোনায় প্রচারে যাচ্ছেন হিলারির মেয়ে চেলসি ক্লিনটন। হিলারির একজন সহযোগী নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে জানান, তারা জয়ের ব্যাপারে মোটামুটি নিশ্চিত। তবে তারা ট্রাম্পের ওপর চাপ বাড়ানো অব্যাহত রাখবেন। আর সেই কৌশলের অংশ হিসেবে রিপাবলিকান রাজ্যগুলোতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও প্রচারে নামাচ্ছেন তারা। তবে বসে নেই রিপাবলিকান শিবিরও। তারাও লড়ে যাচ্ছে সমান তালে। অন্তত এখনো প্রকাশ্যে হতাশার সুরে কথা বলতে নারাজ। ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার গত রোববার জানান, তারা এখনো সর্বশক্তি নিয়েই প্রচারে আছেন। তিনি বলেন, সংবাদমাধ্যমে যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং জরিপে যে ফল দেখানো হচ্ছে, প্রকৃতপক্ষে ভোটের হিসাব এখনো তার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রিপাবলিকান শিবির প্রকাশ্যে স্বীকার না করলেও তারা প্রচারণার অর্থ ও জনবল কোথায় নিয়োগ করবে, সেই বিষয়টি পুনর্বিন্যাস করছে। ট্রাম্পের প্রচারণাদলের ম্যানেজার কনওয়ে জানান, শেষ তিন সপ্তাহে প্রচারের লক্ষ্যস্থল কিছুটা পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দিতে পারে। রিপাবলিকান পার্টি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ট্রাম্প এবং তার রানিং মেট মাইক পেন্সের প্রচারণার সূচিতে কিছুটা রদবদল করা হয়েছে। তবে এটাকে ইতিবাচকভাবেই দেখছেন ম্যানেজার কনওয়ে। তিনি বলেন, কোথায় কী ঘটতে যাচ্ছে, তা আগাম অনুমান করা হবে অবিবেচনাপ্রসূত। নির্বাচন-পূর্ব জরিপগুলোকে ট্রাম্পের প্রচারণাদল উড়িয়ে দিতে চাইলেও সর্বশেষ রোববার ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে, জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে রয়েছেন হিলারি। ওই জরিপে বলা হয়েছে, ঠিক এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে হিলারি ৩৪১টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন। আর তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন মাত্র ১৯৭টি। ওয়াশিংটন পোস্ট, সিএনএন, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মবিশ্বাসী হিলারির নজর এবার রিপাবলিকানদের দুর্গের দিকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ