Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মবিশ্বাসী ‘যোদ্ধা’ সালাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ৩০তম মিনিট। কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়ছেন লিভারপুলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। ভেজা চোখে প্রিয় তারকার চলে যাওয়া দেখে সমর্থকদের বুকের ভেতর হু হু করে বাতাস বয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের বাকি সময়টা খেলতে পারেননি সালাহ। ততক্ষণে শিরোপা জয়ের স্বপ্নও চুরমার। সংশয় জেগেছে মিসরের হয়ে রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া নিয়েও। এর মধ্যেই অনেকে বলে দিয়েছেন- বিশ্বকাপে থাকছেন না সালাহ। কারণ, যে চোট তিনি পেয়েছেন, সেটা সারতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ লেগে যাবে। খোদ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর বিশ্বকাপে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু সালাহ? তাঁর কণ্ঠে যে অন্য সুর। ফিরে আসার প্রত্যয়। বিশ্বকাপে খেলা নিয়ে আত্মবিশ্বাসী সালাহ বললেন, ‘আমি যোদ্ধা। ভক্তদের উদ্দেশে বলতে চাই, আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দেয়, প্রেরণা জোগায়। যেটা আমার খুব প্রয়োজন।’
এক টুইট বার্তায় মিসরীয় এই ফরোয়ার্ড নিজের চোট ও রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে বলেছেন, ‘সত্যি কঠিন একটা রাত পার করেছি, কিন্তু আমি যোদ্ধা। সংশয় আছে। তবুও আপনাদের গর্বিত করতেই রাশিয়ায় থাকা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জোগাবে।’
আশায় বুক বেঁধে আছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। আর মিসর জাতীয় ফুটবল দলের চিকিৎসক আবু আল-ওলা তো বলেই দিয়েছেন, ৪ জুন বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন সালাহ। এই কথা যেন সত্যি হয়- সালাহর ভক্তরা নিশ্চয় এটাই চাইছেন। সালাহর ইনজুরির পর থেকে ভিন্ন ভিন্ন বার্তা পাওয়া যায়। কেউ কেউ তার বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে দেয়া এক বার্তায় জানিয়েছে, লিভারপুলের মেডিকেল দলের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তার ফলশ্রæতিতে সালাহ সময়মতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তার চোট আক্রান্ত স্থানের এক্সরে শেষে দেখা গেছে কাঁধের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মিশর জাতীয় ফুটবল দলের চিকিৎসক আবু আল-ওলা জানিয়েছেন, ৪ জুন ঘোষিত বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন সালাহ।
বিশ্বকাপের গ্রæপ ‘এ’তে মিশরের প্রতিপক্ষ সউদী আরব, উরুগুয়ে ও স্বাগতিক রাশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মবিশ্বাসী ‘
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ