বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ৭১’র ২৫ মার্চের সেই ভয়াল কাল রাতের ৪২দিন পর ৭ মে পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসররা কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা রবিসহ মির্জাপুর গ্রামের ৩১জন নিরীহ বাঙালিকে হত্যা করে। এ ছাড়া ৭১’র ৭মে থেকে ১৮মে পর্যন্ত এ উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন থেকে ভাতগ্রাম কে আর এস ইনস্টিটউশনের প্রতিষ্ঠাতা জগবন্ধু রায়সহ প্রায় অর্ধশতাধিক নিরীহ মানুষকে হত্যা করে। এ সময় অধিকাংশ বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় হানাদার বাহিনী। স্বাধীনতার ৪৬ বছর পর ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষিত হওয়ায় এ উপজেলার শহীদ পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ২৫ মার্চকে যাতে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পায় সে জন্য সরকারে কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।