রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে বেতনের দাবিতে একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এসময় কারখানায় ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সাথে শিল্প পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ৬টায় পৌর এলাকার চন্নাপাড়া বতুলতলা শাহজাহান স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। জানা যায়, কারখানা কর্তৃপক্ষ জুন মাসের অর্ধেক বেতন ঈদের আগে দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে কারখানার শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা দিয়ে মিলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রীপুর থানা ও শিল্প পুলিশকে খবর দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিপেটা করে। এতে কয়েক শ্রমিক আহত হন। শ্রমিক বিক্ষোভের ফলে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত কারখানা বন্ধ থাকে। এ ব্যাপারে কারখানার নিরাপত্তা কর্মকর্তা মো: সাদি মিয়া জানান, জিএম, ডিজিএম সবাই মিটিংয়ে ব্যস্ত আছেন। শ্রমিকদের বোনাস দেয়া হয়ে গেছে। ৪ তারিখের মধ্যে জুন মাসের বেতন দিয়ে দেয়া হবে। শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রাশিদুল ইসলাম জানান, জুন মাসের পুরো বেতনের নিশ্চয়তা প্রদান করায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।