Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবিরোধী কনসার্ট-এ গাইবেন জেমস

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশের চলমান সংকট জঙ্গিবাদকে সামনে রেখে র‌্যাব ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘জঙ্গিবিরোধী কনসার্ট’। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও দিক নির্দেশনা প্রদানের জন্য মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন করা হবে। ২৪ মার্চ এই কনসার্ট হবে। র‌্যাব-এর মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণদের মাঝে জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেবেন। এছাড়াও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এ আয়োজনে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করবেন। উক্ত সচেতনতামূলক আয়োজনে নগর বাউলখ্যাত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী জেমস তরুণদের জন্য সঙ্গীত পরিবেশন করবেন। জেমস জানান, তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কনসার্টে সঙ্গীত পরিবেশন করব। আশা করি, খুব ভালো একটি কনসার্ট হবে। যারা এমন একটি উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ এছাড়া দেশের শীর্ঘস্থানীয় আরো সাতটি ব্যান্ড (মাকসুদ ও’ ঢাকা, চিরকুট, শিরোনামহীন, ভাইকিংস, আর্টসেল, শূন্য ও অ্যাবস্ট্র্যাকশন্স) সংগীত পরিবেশন করবে। ২৪ মার্চ বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবিরোধী

২৮ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ