রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা
‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’ সেøাগানে ঈশ্বরদীতে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে হাইওয়ে পুলিশের সদস্যরা। গতকাল সোমবার সকালে ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশের সদস্যরা দাশুড়িয়া, টেবুনিয়া, মূলাডুলি ও রূপপুর মোড়ে সাধারণ জনগণ ও বিভিন্ন গাড়ীর ড্রাইভারদের মাঝে এই প্রচার-প্রচারণা করেন। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গনেশ চন্দ্র ম-ল জানান, দেশকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করতেই তাদের এই প্রচারণা। তিনি আরও জানান, জনগুরুত্বপূর্ণ এবং পাবলিক প্লেসে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনা বৃদ্ধি করার জন্য তারা ব্যতিক্রমী এই প্রচারণায় নেমেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সে সময় পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রায় সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।