Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে জমিয়াতুল মোদার্রেছীনের জঙ্গিবিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন ঝালকাঠি জেলা শাখা। মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি নেছারাবাদ এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীন সাধারণ সম্পাদক ও ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মু. আবদুর রশীদ, মাওলানা মোঃ ইদ্রিস আলম, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিজানুল হক, মোঃ আসাদুজ্জামান, মোঃ মাহাবুবুর রহমান, মাওলানা মোঃ আঃ মান্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদরাসার শিক্ষার্থীরা কখনোই জঙ্গিবাদ ও সন্ত্রাস নয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দিয়ে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহŸান জানান তারা।
পরে মাওলানা আবুবক্কর সিদ্দিক-এর পরিচালনায় দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
নাঙ্গলকোটে ইমাম সমিতির সমাবেশ
নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় ইমাম সমিতির আয়োজনে জঙ্গিবাদ সন্ত্রাস নাশকতাবিরোধী সমাবেশ গত সোমবার বিকেলে আল-জামেয়াতুল ইসলামীয়া দারুল কোরআন মাহিনী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. অলি উল্লাহর পরিচালনায় সমাবেশে প্রধান আতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরিফ। বিশেষ অতিথি ছিলেনÑ নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ। বক্তব্য রাখেনÑ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও: সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবুল কাশেম মজুমদার প্রমুখ।
বক্তাগণ বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলামের সঠিক জ্ঞানের অভাবে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠিতে জমিয়াতুল মোদার্রেছীনের জঙ্গিবিরোধী মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ