Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুজারার ব্যাটে পিষ্ট অস্ট্রেলিয়া

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পুজারা, শাহা আর জাদেজা রাঁচি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার কাছে দুঃসহ যন্ত্রনার তিনটি নাম। বিপরীতভাবে এই নাম তিনটির কল্যাণেই ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচে এখন জয়ের সুবাস পাচ্ছে ভারত।
প্রথম ভারতীয় হিসেবে টেস্টে পাঁচশোর্ধো বল খেললেন চেতস্বর পুজারা, ক্যারিয়ারের একাদশতম শতককে রুপ দিলেন দ্বিতীয় দ্বিশতকে। আগের দিনের সঙ্গী ঋদ্ধিমান শাহাও তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তাতে টানা দুই সেশন দুজন ব্যাট করে সপ্তম উইকেটে গড়লেন ১৯৯ রানের জুটি। রবীন্দ্র জাদেজা এসেও ওয়ানডে মেজাজে করলেন ফিফটি। ভারতও পেয়ে গেল রানের পাহাড়। পরে বল হাতেও জাদেজা তুলে নিলেন দুই উইকেট। সব মিলে দুঃস্বপ্নের একটা দিন গেছে অস্ট্রেলীয়ার। রাঁচি টেস্টে ইনিংস হার এড়াতেই এখনো ১২৯ রান করতে হবে অজিদের, হাতে ৮ উইকেট।
২৮ রানের জুটিতে আভাসটা আগের দিনই দিয়ে রেখেছিলেন পুজারা-শাহা জুটি। এদিন এই তারা বিচ্ছিন্ন হন শেষ সেশনে এসে। পুজারার ৫২৫ বলে ২১ চারে ২০২ রানের ম্যারাথন ইনিংস থামে নাথান লায়নের বলে ম্যাক্সওয়েলের হাতে। প্রায় অর্ধশতক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কেউ পাঁচশর বেশি বল খেলল। তার দুটি দ্বিশতকই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। সঙ্গী উইকেটকিপার-ব্যাটসম্যান শাহার ১১৭ রানের ইনিংসটি ৮টি চার ও এক ছয়ে সাজানো। ৬০৩ রানে ইনিংস ঘোষনার সময় জাদেজা অপরাজিত ছিলেন ৫৫ বলে ৫৪ রানে। ৯১ রানে পিছিয়ে দিন শুরু করা ভারতের তখন উল্টো ১৫২ রানের লিড।
দিনের শেষভাগে অস্ট্রেলিয়ার দু-একটি উইকেট তুলে নেয়ার আশায় হয়তো ইনিংস ঘোষনা করেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের সেই চাওয়াও পূরন হয়েছে জাদেজার অসাধারণ দুই ডেলিভারিতে। ২৩ রানের মধ্যে ওয়ার্নার ও নাইটওয়াচম্যান লায়ন দু’জনকেই সরাসরি বোল্ড করে দেন জাদেজা। শেষ বিকেলে এই দুই উইকেটের ঘটনাই এগিয়ে রাখছে ভারতকে। প্রথম ইনিংসের ঘাটতি পুরণ করতেই যে এখনো ১২৯ রান করতে হবে অজিদের।

টিভিতে দেখুন
ভারত-অস্ট্রেলিয়া, ৩য় টেস্ট (৫ম দিন)
সরাসরি : স্টার স্পোর্টস ১/৩, সকাল ১০টা
বিজয় হাজারে ট্রফি
সরাসরি : স্টার স্পোর্টস ২, সকাল সাড়ে ৯টা
এনবিএ : এলএ ল্যাকার্স-ক্লিভল্যান্ড
সরাসরি : সনি সিক্স, সকাল সাড়ে ৭টা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ