বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজান উপজেলা সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় শাহেদুর রহমান সাহেদ (১৫) নামে চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গত শনিবার রাত সাড়ে ১০টায় হাটহাজারী উপজেলার পার্বতী স্কুলমাঠে অনুষ্ঠিত এয়া গাউসুল আজম (দ.) সুন্নী কনফারেন্স থেকে ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী উপজেলার ফটিকা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার আলহাজ মফিজুর রহমানের দ্বিতীয় পুত্র ও রাউজান স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
পার্বতীপুরে নিহত-১
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুরে সৈয়দপুর-ফুলবাড়ি বাইপাস মহাসড়কে ফুলবাড়ি অভিমুখে ছেড়ে আসা পাথরবোঝাই (ঢাকা মেট্রো-ট-১৮-১৪২৪) ও সৈয়দপুরগামী পান বোঝাই(ট্রাক নং ঢাকা মেট্রো-ট-১১-০১৪৬) ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত ও চালক গুরুতর আহত হয়। গতকাল ভোর সড়ে তিন টায় এ দুর্ঘটনা ঘটে। এতে পান বোঝাই ট্রাকের হেলপার হানিফ (৩৫) ঘটনা স্থলেই মারা যায়। ড্রাইভার শহিদুল(৪৫) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়।
ঈশ্বরগঞ্জে আহত ৯
ঈশ্বরগঞ্জ উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। গত শনিবার রাত ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে দমকল কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।