Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারহাট্টায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের সাহ্তা গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোঃ সেকুল মিয়া (৪৯) নামক এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাহ্তা গ্রামের মৃত সাহেদ মিয়ার ছেলে সেকুল মিয়ার সাথে একই গ্রামের জহির উদ্দিনের ছেলে নিজাম উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিজামের বাড়ির সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নিজাম উদ্দিন লাঠি দিয়ে সেকুল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেকুলের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত আটটার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেকুলকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেমুজ্জামান প্রতিপক্ষের লাঠির আঘাতে সেকুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ