নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : একদিকে দাঁড়িয়ে ৪০০ বছরের পুরোনো একখানি দুর্গ। মাঠের দুই দিকে এসে আছড়ে পড়ছে ভারত মহাসাগরের ঢেউ। এলোমেলো হাওয়ায় মিলছে সমুদ্র-বিলাসের আবহ। গল-বাংলাদেশের জন্য এমনিতেই পয়া এক মাঠ। এই মাঠেই ২০১৩ সালে টেস্টে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিল বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম করেছিলেন ডাবল সেঞ্চুরি। আগামীকাল এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আনন্দ-স্মৃতির এই মাঠে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত হচ্ছে দল। গতকাল সকালেই যেমন ঘাম ঝরাতে মাঠে নেমে পড়লেন মুশফিক-তামীম-মাহমুদ উল্লাহরা। করে নিলেন ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং অনুশীলন। গল মুশফিকের জন্য বিশেষ কিছু। সেই মাঠে আবারও লম্বা ইনিংস উপহার দেবেন টাইগার দলনেতা; এই কামনা ষোলো কোটি বাঙালির। রোমাঞ্চ ঘেরা মাঠটিতে আরেকবার পা রেখেই যেন অনেক কিছু খেলে গেল মুশফিকের মনে। আরেকবার জ্বলে ওঠার প্রত্যয়েই যেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যানদের উদ্দেশ করে লিখেছেন, ‘আমরা আবারও গলে আসলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন.. প্লিজ।’
লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ আগেই বলেছিলেন, ‘এখন পর্যন্ত শ্রীলঙ্কা সফরে আসা বাংলাদেশের সেরা দলটির বিপক্ষেই এবার মাঠে নামবো আমরা।’ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, নিজেদের উন্নতি শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের সামনে তুলে ধরার সবচেয়ে বড় সুযোগ এই সফর। গলে আজকের অনুশীলনেও মুশফিকদের চেহারায় ধরা পড়ে ভালো করার প্রত্যয়ের ছাপ।
সেই ছাপটা আরো বেশি করে ফুটে উঠলো সৌম্য সরকারের কণ্ঠে। ২০১৫ সালটা স্বপ্নের মতন কাটিয়েছেন এই ওপেনার। ২০১৪ তে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর জায়গা পান বিশ্বকাপ দলেও। মূলত সেখান থেকেই শুরু সৌম্যর। ব্যাট হাতে ফুলঝুড়ি ছড়িয়েছেন অনেকবার। তাঁর ব্যাটিং কল্যাণে এসেছে বেশ কিছু জয়ও। তবে হুট করে নিজেকে হারিয়ে বসেন সৌম্য। ২০১৬ সালে টানা ব্যর্থতার পরেও তাঁর প্রতি আস্থা রেখেছিলেন কোচ-অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে ফিরে পেয়েছিলেন সৌম্য। টি-টোয়েন্টি ভালো খেলার পর ইমরুলের ইনজুরির কারণে জায়গা পেয়ে যান টেস্ট দলেও। খেলেন ৮৬ রানের এক দারুণ ইনিংস।
ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে কায়েস দলে না থাকাতে একরকম ওপেনিংয়ে তামীমের সঙ্গী হিসেবে খেলবেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ভালো করতে মরিয়া সৌম্য। সৌম্য জানান, ভারতের বিপক্ষে ভুলগুলো শুধরে নিতে চান তিনি, ‘ভারতের বিপক্ষে যে ভুলগুলো হয়েছিলো সেগুলো ঠিক করে নিতে চাই। আমার লক্ষ্য থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোর করা। যদি আমি ভালো করতে পারি তাহলে দলের জন্যও কাজে দিবে সেটা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।