Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহোরে পিএসএলের ফাইনাল বিজয়কে বিসিবি’র সবুজ সঙ্কেত

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দুবাই থেকে ভেন্যু স্থানান্তর করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে পাকিস্তানের লাহোরে। এমন সিদ্ধান্তে ফাইনালে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে যখন দেখা দিয়েছে অনিশ্চয়তা, টেলিভিশন সম্প্রচার সত্ত পর্যন্ত সরাসরি ম্যাচটি সম্প্রচারে করেছে অপরাগতা, তখন পিসিবি’র পাশে দাঁড়িয়েছে বিসিবি। আগামীকাল অনুষ্ঠেয় পিএসএলের ফাইনাল খেলতে কোয়েটা গøাডিয়েটর্সের পক্ষ থেকে পেয়েছেন অফার এনামুল হক বিজয়। তার জন্য বিসিবি’র পক্ষ থেকে অনাপত্তিপত্রটা ছিল জরুরি। বিসিবি’র কাছে আবেদনের প্রেক্ষিতে সেই অনুমতি পেয়েছেন বিজয়। এ তথ্য দিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ‘এনামুল (বিজয়) পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়ার জন্য আমাদের কাছে আবেদন করেছিল। আমরা অনুমতি দিয়েছি।’ বিসিবি’র পক্ষ থেকে অনুমতি পাওয়ার কথা জেনে যারপর নাই খুশি বিজয় ‘বিসিবি যে সিদ্ধান্ত নিবে, তাতেই আমি খুশি থাকতাম। বিসিবি আমাকে অনুমতি দেওয়ায় ওখানে আমি খেলতে যাবো। বিসিবি’র সিদ্ধান্তের কথা কোয়েটাকে জানিয়েছি। এখানে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পাবো। বড় মঞ্চে এই সুযোগটা কাজে লাগাতে চাই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাহোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ