মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের লাহোরের একটি পার্কে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর জোরালো সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আশপাশের ৫টি শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ সন্দেহভাজন কয়েকশ’ লোককে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান-ই-ইকবাল পার্কের গত রবিবারের ওই হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়। এর মধ্যে অনেকেই ছিল পার্কে বেড়াতে আসা পরিবারগুলোর লোকজন এবং শিশু। গুজব রটেছিল খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে লক্ষ্য করে খ্রিস্টানদের উপরে এই হামলা চালিয়েছে ইসলামী চরমúন্থীরা। কিন্তু হামলায় নিহতদের মধ্যে খ্রিস্টানদের চেয়ে মুসলিমদের সংখ্যাই ছিল বেশি। বিবিসি জানিয়েছে, হামলার পর থেকেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহীল শরিফ সন্ত্রাসীদের সন্দেহজনক ঘাঁটির ওপর নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করার নির্দেশ দেন। সরকারি আধাসামরিক বাহিনী মিলে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। গত সোমবার রাতে প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন টিভিতে। জঙ্গি নিধনে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দেন তিনি। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবেই নওয়াজ শরীফের রাজনৈতিক ঘাঁটি। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।