Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিরপুরে সজাগ দৃষ্টি লাহোরের

মো. জাহিদুল ইসলাম | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পূর্বে লাহোর স্টেডিয়াম নামেই আত্মপ্রকাশ পায় মাঠটি। ইতিহাস সাক্ষ্য দেয়, ১৯৭৪ সালে দ্বিতীয় ইসলামী আন্দোলনে লিবিয়ার সামরিক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ‘পাকিস্তানের পারমানবিক অস্ত্র উদ্ভাবনের অধিকার আছে’ বলে মন্তব্য করেছিলেন। এরপর তার সম্মানে নামের পরিবর্তন ঘটে স্টেডিয়ামটির। পরবর্তীকালে ঠিকই পরমানু শক্তিধর দেশে পরিণত হয় এশিয়ার দেশটি। সেই স্টেডিয়ামের কাছেই অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যালয়। সেখান থেকেই পিসিবি সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপর মারছেন একের পর এক শব্দের পরমানু ‘মুখবোমা’। তবে সেই বোমা ফাটলে তো! উল্টো বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। আজ বিসিবির সভা থেকে বাংলাদেশের পাকিস্তান সফরের অনিশ্চয়তার মেঘ কাটবে নাকি সিরিজই বাতিল হবে, তা নিয়ে কাটেনি সংশয়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়েই তাই পাখির চোখ করেছে লাহোর।

গত বৃহস্পতিবারেই হওয়ার সম্ভাবনা ছিল পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সেটি আর হয়নি। বরং তিনদিন পিছিয়ে আজ সফরের সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু বিসিবিকে নতুন করে চিন্তায় ফেলেছে অন্য একটি বিষয়। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন বৈশ্বিক উত্তেজনাকর পরিস্থিতির কথা, ‘বৈশ্বিক পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা এটা সবাইকেই ভাবাচ্ছে। ইরান পাকিস্তানের পাশেই। এসব নিয়ে নতুন করে আমাদের ভাবতে হচ্ছে। একটু সময় নিতে হচ্ছে এসব কারণেও।’

মার্কিন ড্রোন হামলায় ইরানের ক্ষমতাধর জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আরেকটি খবরে সবাই হতবাক। ভুল করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের উড়োজাহাজ, এতে মারা গেছেন ১৭৬ জন আরোহীর সবাই। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেই আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলা হয়েছে। ওদিকে পাকিস্তানের কোয়েটার একটি মসজিদেও বোমা বিস্ফোরণে পরশু মারা গেছেন অন্তত ১৫জন। এসব ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে বিসিবিকেও। সেই কথা ফুঠে উঠল ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর কন্ঠে, ‘আমরাও ইতিবাচক ছিলাম। কখনো বলিনি, পাকিস্তানে যাব না। সংক্ষিপ্ত সময়ের জন্য খেলে আসতে চেয়েছিলাম। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে পিসিবির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

শুরু থেকেই বিসিবির চাওয়া ছিল, শুধূ টি-টোয়েন্টি সিরিজ খেলা। যাতে সংক্ষিপ্ত সময়েই শেষ করে আসা যায় পাকিস্তান সফর। কিন্তু পিসিবি প‚র্ণাঙ্গ সফরের সিদ্ধান্তে ছিল অনড়। পিসিবি যখন উপলব্ধি করেছে বিসিবি কিছুতেই নিজেদের অবস্থান থেকে সরবে না, তখন টি-টোয়েন্টির বদলে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল তারা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বের কারণেই পাকিস্তানের এমন প্রস্তাব। অবশ্য এমন প্রস্তাবে খুব একটা আপত্তি নেই বিসিবি সভাপতির। তার চাওয়া পাকিস্তানে কম সময় অবস্থান করা, ‘হতে পারে এক টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। আমরা চাইছি সংক্ষিপ্ত সময়ের জন্য সেখানে যেতে। এমন স‚চি হলেও তো সমস্যা হচ্ছে না।’

এর আগে বিসিবির তরফ থেকে পিসিবিকে এক টেস্ট পাকিস্তানে ও এক টেস্ট বাংলাদেশে খেলানোর প্রস্তাবও দেয়া হয়েছিল বলে খবর প্রকাশ হয়েছিল ভারতীয় গনমাধ্যমগুলোতে। তবে তার আগে পিসিবির সভাপতি এহসান মানি হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন, ‘এখন থেকে পাকিস্তানের সব হোম সিরিজ পাকিস্তানেই হবে। খেলতে হলে পাকিস্তানেই আসতে হবে।’ এছাড়া তিনি সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান নিজের মাঠে নিরাপদে ও সফলভাবে টেস্ট আয়োজনের বিষয়টিও তুলে ধরেছিলেন। বাংলাদেশীদের জন্যও নিরাপত্তার ঘাটতি হবে না বলে আশ্বস্তও করেছিলেন তিনি। তবে এই অতি নিরাপত্তাকেই আবার কাল মনে করছেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বচক মিনহাজুল আবেদীন নান্নু, পরিচালক খালেদ মাহমুদ সুজনসহ অনেকেই। এমন পুলিশি প্রহরায়, বন্দুকের মুখে আর যাই হোক, খেলার পরিবেশ থাকেনা বলেও মন্তব্য করেছিলেন তারা।
এতদিন বিসিবি শুধু কথা বলেছিল পাকিস্তানের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। তবে গতকাল নিজামউদ্দিনের বৈশ্বিক ইস্যু তুলে ধরার পর ঘটনা অন্যদিকে মোড় নিতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। সবকিছু ছাপিয়ে আজ বিকেলে মিরপুরে বিসিবির বোর্ড সভার দিকেই তাকিয়ে থাকবে দেশের ক্রিকেটপ্রেমীরা। শুধু দেশেই সীমাবদ্ধ থাকবে না, এই সভায় তীক্ষè দৃষ্টি থাকবে সমগ্র পাকিস্তানেরও। আরও বিশেষভাবে বলতে গেলে লাহোরের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দৃষ্টি লাহোরের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ