গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর কাজলা কেডি ক্লাব এলাকায় গতকাল বিকেলে বিপ্লব হোসেন (২৮) নামে একজনকে ছুরি মেরে হত্যা করেছে রনি নামে আরেক যুবক। নিহত যুবক খুনি রনির ভগ্নিপতি।
পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিল। প্রায় ৮ বছর আগে বিপ্লব ভালবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করে। কিন্তু এই বিয়ে মেনে নেয়নি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্ব›দ্ব চলছিল। শুক্রবার বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে বিপ্লবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। নিহত বিপ্লবের লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। আর অভিযুক্ত রনিকেও আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।