Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল চালাতে নিষেধ করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৯ পিএম

যশোরের ঝিকরগাছায় মোবাইল চালাতে নিষেধ করায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। শনিবার সকালে উপজেলার রায়পটন গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফারহানা আলম ঐশি (নদী) ওই গ্রামের আশরাফুল ইসলাম আদমের মেয়ে। সে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পিতা আশরাফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে মোবাইল ফোন চালাতে নিষেধ করলে ঐশি আমার ওপর অভিমান করে। পরে ভোরে নামাজ শেষে ঐশির ঘরের দরজায় ধাক্কা দিলে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘বাবার সঙ্গে অভিমান করে এক ছাত্রী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ