নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : পঞ্চম সারির দল সাটন ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্সেনাল। ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্সেন ওয়েঙ্গারের দল। প্রতিপক্ষের মাঠে গেলপরশু রাতে দুই অর্ধে একটি করে গোল করে আর্সেনাল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে ৫-১ গোলে হারা আর্সেনাল এদিন সেরা গোলদাতা অ্যালেক্সিস সানচেজকে বেঞ্চে রেখে খেলতে নামে। আর দলেই ছিলেন না মিডফিল্ডার মেসুৎ ওজিলও। তারপরও দমানো যায়নি গার্নারদের। ম্যাচের ২৬তম মিনিটে ডান দিক থেকে নিচু কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন স্পেনের ফরোয়ার্ড লুকাস পেরেজ। আর ৫৪তম মিনিটে নাচো মনরিলের ক্রস পেয়ে ব্যবধান দ্বিগুন করেন থিও ওয়ালকট। আর্সেনালের হয়ে ইংলিশ ফরোয়ার্ড ওয়ালকটের এটা শততম গোল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের প্রতিপক্ষ আরেক পঞ্চম সারির দল লিঙ্কন সিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।