Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শততম পর্বে ধারাবাহিক পরম্পরা

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মাসুদ হাসান রচিত ও আল হুবায়ের উচ্ছল পরিচালিত এসএ টেলিভিশনের প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ শততম পর্ব অতিক্রম করেছে। গত শনিবার এর শততম পর্ব প্রচার হয়। ধারাবাহিকে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অরুণা বিশ্বাস, তমালিকা ও হিল্লোলকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তে যে ক’টি ধারাবাহিকে অভিনয় করছি তারমধ্যে পরম্পরার গল্প এবং গল্পের ধারাবাহিকতায় নাটকের এগিয়ে যাওয়া খুবই ভালো লেগেছে আমার। তমালিকা বলেন, ‘খুব সহজভাবে বলতে গেলে বলতে হবে, এই সময়ে আমার আলোচিত ধারাবাহিকের একটি পরম্পরা। এই ধারাবাহিকের জন্য খুব রেসপন্স পাই আমি। আমি সত্যিই খুব মুগ্ধ হয়েছি অরুনা দিদির সঙ্গে কাজ করে। পরম্পরার আরো সাফল্য কামনা করছি।’ হিল্লোল বলেন, ‘পরম্পরাতে আমার চরিত্রটি একেবারেই নতুন একটি চরিত্র। যারা এখানে কাজ করছেন সবাই যেন একটি পরিবারের মতোই কাজ করছি। খুব সাড়া পাচ্ছি ধারাবাহিকটিতে কাজ করে।’ ধারাবাহিকটির পর্ব পরিচালক হিসেবে আছেন শুভ্র আহমেদ ও রাজিবুল এহসান। ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন শম্পা রেজা, রোকেয়া প্রাচী, শামস সুমন, এনি খান, রমিজ রাজুসহ আরো অনেকে। সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮.০০ মিনিটে এসএটিভিতে নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। এদিকে অরুনা বিশ্বাস ঈদ উপলক্ষে নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘তুষারকন্যা’। ঈদ উপলক্ষে তমালিকা অভিনয় করেছেন তানিম রহমান অংশুর নির্দেশনায় ঈদ বিশেষ সিক্যুয়াল নাটক ‘দুই অংশে শেষ এখানে’। ঈদ উপলক্ষে হিল্লোল অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে কাজল আরেফিন অমির ‘একটি বিড়াল বিড়ম্বনা’ ও সাফায়েত মনসুর রানার ‘এক্স ওয়াই জেড’। এছাড়া আরিফ খান, কৌশিক শংকর দাশ ও ফাহমিদা ইরফানের নির্দেশনায় আরো তিনটি নাটকে অভিনয় করবেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শততম পর্বে ধারাবাহিক পরম্পরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ