নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শামীম চৌধুরী : ওয়ানডে ক্রিকেটে ১০ মাসের বিরতিতেই হয়ে গেলো সব কিছু এলোমেলো। যে বাংলাদেশ দলকে গত বছর দেখেছে বিশ্ব, সেই ছন্দময় দলটিই এখন কি না বড়ই ছন্দহীন! প্রথমবারের মতো আফগানিস্তানকে আতিথ্য দিয়ে, দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে খেলতে নেমে যেখানে সফরকারীদের ছিন্ন ভিন্ন করার কথা, সেখানে সিরিজের প্রথম ২ ম্যাচে ১-১ এ সমতা! গত বছর আইসিসি’র চ্যালেঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের টিকিট পেতে যে দলটি পাকিস্তান, ভারত, দ.আফ্রিকার মতো পরাশক্তিদের বিপক্ষে দুর্দান্ত প্রতাপে জিতেছে সিরিজ, র্যাঙ্কিংয়ে ৯ থেকে লাফিয়ে ৭ এ উঠেছেÑসেই বাংলাদেশ দলকে এখন র্যাঙ্কিং অবনমনের চোখ রাঙাচ্ছে। আফগাস্তিানের কাছে ওয়ান সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে র্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। যাদেরকে হোয়াইট ওয়াশে বাধ্য করে সিরিজ থেকে ১ পয়েন্ট যোগ করে ইংল্যান্ডকে টার্গেট করবে বলে ধরে নিয়েছিল সমর্থকরা, পরিস্থিতির মুখে সেই আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজ নির্ধারনী ম্যাচে অবতীর্ণ হতে হচ্ছে বাংলাদেশ দলকে। সিরিজের শেষ ম্যাচটি দু’দলের জন্যই গণ্য হচ্ছে ফাইনালে!
৩১৪তম ম্যাচে শততম জয়ের উৎসব করতে পারেনি বাংলাদেশ,বরং বাংলাদেশের যাচ্ছে-তাই ব্যাটিংয়ের সুযোগ নিয়ে ২ উইকেটে জিতে সিরিজে ফিরেছে আফগানরা। প্রশ্ন হচ্ছে, আজ কি শততম ওয়ানডে জয়ের সঙ্গে ২১তম ওয়ানডে সিরিজের ট্রফি ঘরে রাখতে পারবে মাশরাফির দল? মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সে পরীক্ষার মুখেই এখন বাংলাদেশ দল।
চাপের মুখে পড়ে বাংলাদেশ দল আজ ইতিবাচক ক্রিকেটের দর্শন নিয়ে নামবে মাঠে। এমন প্রত্যয় অধিনায়ক মাশরাফিরÑ ‘আমরা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলি তখনো আমাদের চাপ থাকে। আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে আমাদের কখনোই মাথায় আসেনি, তারা ছোট দল। তাদের বোলিং বিভাগ খুবই শক্তিশালী। গত একবছর ধরে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে, আর আমরা খেলার বাইরে। প্রথম ম্যাচেই বিষয়টা পুরো স্পষ্ট হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমাদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে। সিরিজ শুরুর আগে অনেকে ভেবেছিলো সিরিজটা সহজ হবে, আমরা সহজেই জিতে যাবো। তবে এতো সহজে আমাদের জয় পাওয়া সম্ভব হবে ন, তা কিন্তু ধরে নিয়েছিলাম আমরা। গত দেড় বছর যেভাবে ক্রিকেট খেলেছি, সিরিজের শেষ ম্যাচে সেভাবেই ক্রিকেট চেষ্টা করছি।’
এ বছর বাংলাদেশের চেয়ে ৮টি বেশি ওয়ানডে ম্যাচ খেলে ৫০ ওভারের ফরমেটের সঙ্গে দারুণ মানিয়ে নেয়া আফগানিস্তান দল আজ বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের উৎসবে ভাসতে চায়। রচনা করতে চায় ইতিহাস। মিডল অর্ডার হাসমাতুল্লাহ শহীদি সে হুংকারই দিয়েছেনÑ ‘বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাটিতে আমরা প্রথম সিরিজ খেলছি। আশা করি এটাই শেষ নয়। প্রতিটি দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চাই। ভবিষ্যতেও ভালো খেলতে চাই এবং ম্যাচ জিততে চাই।’
প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলে হয়েছে পরীক্ষা-নীরিক্ষা, হয়েছে উইকেট নিয়েও পরীক্ষা-নীরিক্ষা। দেশের মাটিতে ফ্লাট পীচে খেলতে অভ্যস্ত হয়ে পড়া বাংলাদেশ দলকে ভুগিয়ে দ্বিতীয় ম্যাচে সেøা উইকেট। এমন বৈশিষ্ঠ্যের পীচ পেয়ে আফগানিস্তানের ৩ স্পিনার ছড়িয়েছেন ভয়ংকর রূপ। সে কারণেই পছন্দের উইকেটটাও শেষ ম্যাচে উপহার চাইছেন মাশরাফিÑ ‘প্রথম ম্যাচটি আমরা যেমন উইকেটে খেলতে চেয়েছিলাম, অনেকটা সে ধরনের উইকেটই পেয়েছিলাম। দ্বিতীয় ম্যাচটার আগে বৃষ্টি হওয়াতে উইকেট অনেক ভ্যাপসা এবং সেøা ছিল। কাল (আজ) আশা করি পীচে খুব একটা পরিবর্তন হবে না। ’
সেøা উইকেটের জন্য পর্যাপ্ত বোলিং অস্ত্র মজুদ আছে বাংলাদেশ দলের। এক সময়ে তিন বাঁ হাতি স্পিনার রাজত্ব করতো, বাংলাদেশ দলকে দিত নির্ভরতা। সিরিজের দ্বিতীয় ম্যাচে যেভাবে পেস অস্ত্র নির্বিষ ছিল, তাতে সেই পূরোনো সূত্রেই আজ ফিরতে পারে বাংলাদেশ। সাকিব, তাইজুলের পাশে তৃতীয় বাঁ হাতি স্পিনার হিসেবে সাড়ে ৮ বছর পর প্রত্যাবর্তনের সম্ভাবনা আছে আর এক বাঁ হাতি স্পিনার মোশারফ রুবেলের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।