প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নাট্যনির্মাতা বিইউ শুভ নিজের একশো’তম কাজটি নিয়ে এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। চার বছর আগে অপূর্ব ও শখকে নিয়ে ‘চেনা চেনা লাগে’ নাটক নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে বিইউ শুভ’র যাত্রা শুরু হয়েছিল। চার বছরের মধ্যে তিনি সফল্যের সাথে ৯৯টি নাটক-টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। বর্তমানে তিনি তার একশোতম কাজ নিয়ে ব্যস্ত। ইমন, নিরব, ঈশিকা ও অরিনকে নিয়ে বিইউ শুভ আসছে ভালোবাসা দিবসে এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন বিশেষ টেলিফিল্ম ‘চতুষ্কোণ’। এটি রচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী শুস্মিন আফসানা। টেলিফিল্মটিতে ইমন, নিরব, ঈশিকা ও অরিন নিজ নামেই অভিনয় করছেন। অরিনকে ভালোবাসে দুই ঘনিষ্ঠ বন্ধু নিরব ও ইমন। এই নিয়েই টেলিফিল্মটির মূল কাহিনী এগিয়ে যাবে। এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘সবসময়ইতো আমি চলচ্চিত্রে কাজ করা নিয়ে ব্যস্ত। কিন্তু যেহেতু গল্পটি অসাধারণ এবং আমার বন্ধু নিরবও এতে কাজ করছে তাই কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি। শুভ নির্মাতা হিসেবে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন।’ নিরব বলেন, ‘সাধারণত আমি চলচ্চিত্রের বাইরে ছোটপর্দায় কাজ করি না। কিন্তু আমাদের দুই বন্ধুকে নিয়ে একসঙ্গে কাজ করার স্বপ্ন বিইউ শুভ’র বহুদিনের। তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দু’জন সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম।’ ঈশিকা বলেন, ‘টেলিফিল্মটিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আমি অভিনয় করছি। গল্পে বেশ টুইস্ট আছে। আশা করি ভালোলাগবে দর্শকের।’ অরিন বলেন, ‘আমার জন্য কাজটি অনেক চ্যালেঞ্জিং। শুভ ভাইয়ের সহযোগিতায় এবং ইমন ভাই নিরবের সহযোগিতায় আশা করি আমার অভিনয় দর্শকের কাছে ভালো লাগবে।’ আসছে ভালোবাসা দিবসে এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে ‘চতুষ্কোণ’ টেলিফিল্মটি। এতে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানেরও গানও থাকবে বলে জানান বিইউ শুভ। এদিকে, ইমন ও নিরব দু’জনই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিগগিরই শুরু হচ্ছে নিরবের নতুন চলচ্চিত্র ‘গেম-টু’র শুটিং। এতে তার বিপরীতে আছেন লাবণ্য লিজা ও পিজে হেলেন। এই দুই নবাগতের এটিই হবে প্রথম চলচ্চিত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।