Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শব্দ নাট্যচর্চা কেন্দ্র বাংলাদেশের একটি স্বনামধন্য নাট্য সংগঠন যা ১৯৯৫ সাল থেকে নিরলসভাবে নাট্যচর্চা করে আসছে। দীর্ঘ ২০ বছরে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ২২টি নাট্য প্রযোজনার প্রায় ৬০০টি মঞ্চ সফল প্রদর্শনী সম্পন্ন করেছে। গত পাঁচ বছর যাবৎ পশ্চিমবঙ্গে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ভারত ও বাংলাদেশের নাট্যকারদের রচিত ৬টি নাটকের ৯৯টি নাট্য প্রদর্শনী সম্পন্ন করেছে। পশ্চিমবঙ্গে শব্দ কর্তৃক মঞ্চায়িত নাটক সমূহ হলো রাইফেল, ইনর্ফমার, ঠিকানা, বীরাঙ্গনার বয়ান, যামিনীর শেষ সংলাপ ও তৃতীয় একজন। পশ্চিম বঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলী, পুর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারসহ মোট ১৪টি জেলায় ৬৯টি সংগঠনের নাট্য আয়োজনে শব্দ নাট্যচর্চা কেন্দ্র অংশগ্রহণ করেছে। শব্দ নাট্যচর্চা কেন্দ্র তাদের শততম প্রদর্শনীকে স্মরণীয় করে রাখতে নিজেদের আয়োজনে আগামী ১৭ এবং ১৮ জুন, ২০১৬ তপন থিয়েটার, কালীঘাট, কলকাতায় ‘সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব ২০১৬’ শিরোনামে দুই দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। উক্ত নাট্যোৎসবের শুভ উদ্বোধন করবেন নাট্যজন ব্রাত্য বসু, কলকাতা, ভারত। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উল্লেখ্য, উক্ত নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। ১৭ জুন বিকাল ৫টায় শুভ উদ্বোধন এবং নাট্যদল ও নাট্যপত্রিকার সম্পাদকদের সম্মাননা প্রদান করা হবে। এরপর প্রদর্শিত হবে নাটক ইনফরমার, বীরাঙ্গনার বয়ান ও ঠিকানা। পরদিন ১৮ জুন বিকাল ৫টায় নাটক বিষয়ক আলোচনা ও বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্বদের সম্মাননা এবং ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে নাটক তৃতীয় একজন, যামিনীর শেষ সংলাপ ও রাইফেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ