Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলক্ষরা কাটবে রোনালদোর?

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আজ ৯৩ নম্বর জার্সি পরে মাঠে নামতে পারেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ২০১৩/১৪ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেও তার ৯৩তম মিনিটের গোলে শেষ পর্যন্ত ‘লা ডেসিমা’ জিতেছিল বার্নাব্যুর দল।
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ দলের সাথে অনুশীলনে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘ফাবিও কোয়েন্ত্রোর সাথে গৃহমধ্যে অনুশীলন করছেন রোনালদো’ কতৃপক্ষের এমন খবরে হতাশ হওয়ারই কথা ভক্তদের। আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে পায়ে হালকা আঘাত পাওয়ায় সন্দেহের পালে লাগে জোর হাওয়াÑ তাহলে কি নাপোলির বিপক্ষে আজ দেখা যাবে না রোনালদোকে?
না, শেষ পর্যন্ত তেমন কিছু না ঘটার সম্ভাবনাই বেশি। ওটা আগের দিনের খবর। কাল সতীর্থদের সাথে অনুশীলনে ফিরেছেন ‘সিআর-সেভেন’। দীর্ঘদিন পর চোট কাটিয়ে গ্যারেথ বেলও ফেরাই আবার প্রতিপক্ষের রক্ষণে একসাথে দেখা যেতে পারে ‘বিবিসি’ এয়ীকে। অনুশীলনে দেখা গেছে সার্জিও রামোস ও পেপেকেও। দলের সব সদস্যকে একসাথে পেয়ে তাই খুশি কোচ জিনেদিন জিদান, ‘আমরা দলের সব খেলোয়াড়কে ফিরে পেয়েছি। এসব দেখে আমি খুবই আনন্দিত এবং আবারো একসাথে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আমরা প্রস্তুত।’
ঘরের মাঠ, সাথে পূর্ণ শক্তির রিয়াল; দ্বিতীয়বারের মত আসরের শেষ ষোলয় খেলতে আসা দলের বিপক্ষে তাই মোটেও বেগ পাওয়ার কথা নয় বর্তমান চ্যাম্পিয়নদের। তবুও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক জিদান, ‘নাপোলি খুবই ভোলো আক্রমণাত্মক দল। খেলায় তারা খুবই মনোযোগী ও গতিশীল। ভালো টেকনিকের অনেক খেলোয়াড়ও আছে তাদের। সারিও খুব ভালো কোচ। তাদের নিয়ন্ত্রণ করতে আমাদের তাই ভালো কিছুই করতে হবে এবং এজন্য আমরা প্রস্তুত।’
রোনালদোকে নিয়ে অব্যশ্য একটা দুশ্চিন্তা ঠিকই থাকছে জিদানের। গেল মৌসুমের সর্বোচ্চ গোলদাতার নামে যে ৪৩৩ মিনিট ধরে আসরে কোনো গোল নেই!
এর চেয়ে হাইভোল্টেজ ম্যাচ দেখতে ফুটবল ভক্তরা চোখ রাখতে পারেন অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। সেখানে আজ আর্সেনালকে আতিথ্য দেবে প্রস্তুত বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউইনখ। ঘরের মাঠ ও প্রতিপক্ষ বায়ার্ন বলে দুশ্চিন্তার অনেককিছুই আছে কোচ আর্সেন ওয়েঙ্গারের। শেষ ছয় বার আসরে তাদের অগ্রযাত্রা থামে এই পর্বে এসেই। ২০০৫, ২০১৩ ও ২০১৪ সালে এই পর্ব থেকেই বায়ার্নের কাছে হেরে বিদায় নিয়েছিল গানাররা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেকর্ড টানা ১৫ ম্যাচ জিতেই চলেছে বায়ার্ন।
এদিন আর্সেনালের কোনো সুযোগ নেই বলে হুমকিও দিয়ে রেখেছেন দলের স্বাগতিক দলের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্দোভস্কি, ‘সবাই এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আশা করি আমরা ভালো পারফর্ম্যান্স উপহার দিতে পারব। আমাদের খেলা খেলতে পারলে আর্সেনালের কোনো সুযোগ নেই।’ ঘরোয়া লিগে বর্তমান পরিসংখ্যানও আর্সেনালের হয়ে কথা বলেছে না। শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে তারা। তালিকাতেও নেমে গেছে চার নম্বরে। পক্ষান্তরে লিগে নিজেদের প্রভাব অক্ষুণœ রেখে তালিকার শীর্ষ দল বায়ার্ন।


রিয়াল মাদ্রিদ-নাপোলি
 রিয়াল-নাপোলির অতীত সাক্ষাৎ একবারই। ১৯৮৭/৮৮ সালে ডিয়াগো ম্যারাডোনার দলের বিপক্ষে প্রথমে ১-১ ড্র নিয়ে ফিরেছিল রিয়াল। পরে ঘরের মাঠে ২-০ গোলে জিতে ৩-১এ জয়ী হয় রিয়াল।
 শেষ সাত অ্যাওয়ে ম্যাচে মাত্র একটিতে হেরেছে নাপোলি।
 আসরে শেষ ৩৩ ম্যাচে ২৮টিতেই জয় রিয়ালের।
 এ নিয়ে টানা সপ্তমবারের মত নকআউট পর্বে খেলছে রিয়াল।
 চ্যাম্পিয়ন্স লিগে ৪৩৩ মিনিট গোল নেই রোনালদোর।

বায়ার্ন মিউনিখ-আর্সেনাল
 শেষ ষোলর অ্যাওয়ে ম্যাচে গত ৫ বার একবারও জেতেনি আর্সেনাল।
 আসরে শেষ ৫ বারের ৪ বারই বায়ার্নের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্সেনালকে।
 ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেকর্ড টানা ১৫ ম্যাচ জিতেই চলেছে বায়ার্ন।
 ২০০৫, ২০১৩ ও ২০১৪ সালে এই পর্ব থেকেই বায়ার্নের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল গানারদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ