Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই বছরই অবসর নেবেন আরেথা ফ্রাঙ্কলিন

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোল সঙ্গীতের রানি বলে খ্যাত আরেথা ফ্রাঙ্কলিন এই বছরের শেষ সঙ্গীত জগত থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন।
ফ্রাঙ্কলিন ডেট্রয়েটের টিভি স্টেশন ডবিøউডিআইভি লোকাল ফোরে তার এই ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমার বলা দরকার, আমি এই বছর অবসর নিচ্ছি। আর ক্যারিয়ার যেখান থেকে শুরু আর এখন যেখানে এসে পৌঁছেছে তাতে আমি খুব সমৃদ্ধ আর সন্তোষ বোধ করছি।”
তিনি জানান এরপরও অবশ্য তিনি সীমিত পারফরমেন্স করবেন।
“আমি খুব সন্তুষ্ট থাকব, তবে আমি কোথাও চলে যাচ্ছি না বা বসে থাকব না। এমন করাটাও ঠিক হবে না... সীমিত কিছু বাছাই করা পারফরমেন্সে অংশ নেব। বছরের ছয় মাসের প্রতিমাসে একটি করে অনুষ্ঠান করব,” তিনি বলেন।
৭৪ বছর বয়সী শিল্পীটি জানিয়েছেন তিনি তার পরিবার আর নাতিনাতনিদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক। তিনি আরও জানান এই বছরই তার নাতিরা কলেজের উদ্দেশে তাকে ছেড়ে যাবে।
তিনি বলেন, “অবসর গ্রহণের ঘোষণা দেয়া আমার জন্য কষ্টকর কারণ আমার সারাটা জীবনই আমি এই কাজটিই করে আসছি।”
তিনি জানান অবসর গ্রহণের আগে তিনি স্টিভি ওয়ান্ডারের সঙ্গে তার শেষ অ্যালবামটি প্রকাশ করবেন।
“এটাই আমার শেষ বছর। আমি রেকর্ডিং চালিয়ে যাব, তবে কনসার্ট করার ক্ষেত্রে এটিই আমার শেষ বছর। এটাই চ‚ড়ান্ত,” তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এই


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ