Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ এপ্রিল হাবের দ্বি-বার্ষিক নির্বাচন হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান ঘোষিত

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন হাবের দ্বি-বার্ষিক নির্বাচনে হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও হাসান ট্রাভেলসের স্বত্বাধিকারী আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আটাব সভাপতি এস এম মঞ্জুর মোর্শেদ মাহবুব হাব নির্বাচন সংক্রান্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বের বক্তব্য প্রদান শেষে এ ঘোষণা দেন। আটাব সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব আসন্ন হাব নির্বাচনে হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, আলহাজ জামাল উদ্দিন আহমেদ, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হাবের সাবেক নেতা ও বীরমুক্তিযোদ্ধা খাদেমুল হুজ্জাম তাজুল ইসলাম দারোগা, মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, হাবের সাবেক ইসি’র সদস্য ও প্যান ব্রাইট ট্রাভেলস (প্রা:)-এর স্বত্বাধিকারী রুহুল আমিন মিন্টু, আটাবের মহাসচিব আসলাম খান, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-নাসের, আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন। সভায় নেতৃবৃন্দ বলেন, হজযাত্রীদের ট্রলি ব্যাগ নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে স্ব স্ব হজ এজেন্সির মাধ্যমে ট্রলি ব্যাগ ক্রয়ের সুযোগ দিতে হবে। তারা হাব পল্লীর জমি ক্রয়েও দুর্নীতির অভিযোগ তোলেন। এদিকে, দু’মাস আগেই ঢাকার একটি হোটেলে হাবের বর্তমান কমিটির উদ্যোগে আসন্ন হাব নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাবের সভাপতি ইব্রাহিম বাহারের উপস্থিতিতে হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. ফারুক হাব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান হিসেবে হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ’র নাম ঘোষণা করেন। সভায় হাব গণতান্ত্রিক ফোরামের প্যানেলকে নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘোষিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ