Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্রুতই জামায়াত যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত হবে-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : দ্রুতই জামায়াত এ দেশে যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার জন্য আইন প্রায় প্রস্তুত। নেত্রী দেশে আসার পরই আমরা এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব। গতকাল রোববার বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ‘মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও আসনের এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক নিয়ে মন্ত্রী বলেন, ময়মনসিংহ থেকে জয়দেবপুর যেতে লাগে এক ঘণ্টা। আর সেখান থেকে ঢাকা যেতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। আমরা এ সমস্যা সমাধানের জন্যে ইতোমধ্যে ২ হাজার ৪০ কোটি টাকা ব্যায়ে ৬ লেনে উন্নীত করণ এবং প্রায় ৭ কিমি ফ্লাইওভার হচ্ছে। আগামী ২ বছরের মধ্যেই এটি সম্ভব হবে বলে মনে করেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত অবশ্যম্ভাবী। কারণ পৃথিবীর কোনো দেশেই যুদ্ধাপরাধীদের শুধু বিচারই হয় না, সম্পদও বাজেয়াপ্ত হয়। আমরাও অবশ্যই তাদের সম্পদ বাজেয়াপ্ত করব।
আইনমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, সম্পদ বাজেয়াপ্ত করতে নতুন আইনের প্রয়োজন। পরবর্তী অধিবেশনে এই আইনটি উঠে আসবে বলে আশা প্রকাশ করছি। আইনটি প্রনয়ণ করার পরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ৪শ’ কোটি টাকা বিশেষ বরাদ্দ নিয়েছি। মুক্তিযোদ্ধাদের ৪টি উৎসব ভাতা (দুটি ঈদ ও স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস) দেয়া হবে। যদিও বেশ কটি উৎসব চলে গেছে, এর পরও বকেয়া হিসেবে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রুতই জামায়াত যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত হবে-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ