মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুরোটাই ‘ধর্মীয় আচরণের অঙ্গ’! এমনই দাবি করে এক তরুণীকে বেশ কয়েক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন ভারতের এক স্বঘোষিত ধর্মগুরু। সুরেশ কুমার রবীন্দ্র নারায়ণ অবস্তি নামের প্রায় ষাটের দোরগোড়ায় পৌঁছানো সেই প্রতারককে রোববার মুম্বাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, সুরেশের ‘দৈবশক্তির’ কথা তারা জানতে পারে এক পরিচিতের মাধ্যমে। মুম্বাইয়ের ভারসোভা পুলিশের কাছে এ ব্যাপারে মামলা করেন নির্যাতিতার পরিবার। এতে উল্লেখ করা হয়, নির্যাতন প্রথম যখন শুরু হয়, তখন নির্যাতিতা নাবালিকা। ২০১৯ সাল থেকে ধর্মীয় আচার পালনের নামে ওই তরুণীকে ধর্ষণ করে আসছিলেন সুরেশ। এমনকি তার আপত্তিকর বহু ছবিও তুলেছিলেন তিনি। ধর্ষণের পাশাপাশি সেসব ছবি ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দিয়েও যৌন নির্যাতন চালাতেন। সম্প্রতি এ অত্যাচারের কথা পরিবারকে খুলে বলেন ওই তরুণী। এর পরই পুলিশে অভিযোগ করে ওই তরুণীর পরিবার। পুলিশ জানিয়েছে, নিজেকে ধর্মগুরু বলে দাবি করা সুরেশে একজন পেশাদার প্রযুক্তিবিদ। রোববার তাকে ধর্ষণ এবং নাবালিকাকে যৌন নির্যাতনের পকসো আইনে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।